শ্রীবরদীর ৩ শ্রমিকের কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু : পাশে এমপি
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা’র উত্তরা ও মহাখালী এলাকায় গুলিবিদ্ধ হয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার চাউলিয়া গ্রামের ছামছুল হকের ছেলে মো. বকুল মিয়া (৩৫), পশ্চিম চাউলিয়া গ্রামের জয়নদ্দিনের ছেলে আরসাদুল্লাহ (২৩) ও পশ্চিম ঝিনিয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে গণি মিয়া (৩৯)। গত ২২ জুলাই সোমবার নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে দাফন করা হয়। এঘটনায় ওই পরিবারগুলোর সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এরই অংশ হিসেবে ০৩ আগষ্ট শনিবার দুপুরে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ঐ পরিবারের সদস্যদের সাথে দেখা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় ৩টি পরিবারের মাঝে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৬০ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও মৃতদের স্ত্রী-সন্তানদের বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন। নগদ অর্থ সহযোগিতা শেষে নিহতের কবর জিয়ারত করেন এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়ল, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আ’লীগের সধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাংগঠনিক সম্পাদক মেরাজ উদ্দিন চৌধুরী সহ স্থানীয় চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী, গণামান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।