খালেদার মতো খুনির সঙ্গে কোনোদিন ঐক্য নয় : নাসিম
স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, যাজক, পুরোহিত, ইমাম, বিদেশিসহ সব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে বিপদে ফেলার জন্য। কিন্তু যত কিছুই করা হোক না কেন ২০১৯ সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না। আর সে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই। অন্য কারো অধীনে নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।
নাসিম বলেন, তাই খালেদা জিয়াকে বলবো প্রতিহিংসার আগুনে দেশ পোড়ানো বাদ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হোন। সেইসঙ্গে ১৪ দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই ঐক্য হবে জনগণের সঙ্গে, শ্রমিকের সঙ্গে, মজুরের সঙ্গে। খালেদা জিয়ার মতো খুনির সঙ্গে কোনোদিন ঐক্য হবে না।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা ১৪ দল আয়োজিত সন্ত্রাসবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চক্রান্ত হচ্ছে। শেখ হাসিনাকে সরানোর গভীর চক্রান্ত হচ্ছে। বিএনপি-জামায়াত, আইএস, জেএমবি সব ঐক্যবদ্ধ হয়েছে। আরেকটা ১৫ আগস্ট ঘটানোর জন্য তারা এ ঐক্য করেছে। সবাইকে সাবধান হতে হবে। বাংলাদেশকে আমরা আর পরাজিত হতে দিতে চাই না। ঐক্যবদ্ধভাবেই শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা বিজয়ী হবো।
জেলা ১৪ দলের সমন্বয়ক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, শিবলী সাদিক ও নাজমুল হক প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া সমাবেশে অ্যাড. এনামুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, ১৪ দলের কেন্দ্রীয় নেতা এস কে সিকদার, অসিত বরণ রায়, ডা. শাহাদত, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।