কালপুরুষ সম্পাদক রফিক নওশাদ আর নেই
সত্তর দশকের কবি ও বিখ্যাত ‘কালপুরুষ’ সম্পাদক রফিক নওশাদ আর নেই (ইন্না লিল্লাহে … রাজিউন)। তিনি ১১ আগস্ট কলকাতার এক ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। কবি রফিক নওশাদ দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বিশ শতকের শেষ- ষাট ও সত্তরের বাঙালি কবিদের কাব্যযাত্রার শুরুতে তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ পৃষ্ঠপোষক। তিনি কবি মোহাম্মদ নূরুল হুদার ঘনিষ্ঠতম বন্ধুদের মধ্যে অন্যতম। কবি রফিক নওশাদ কবি নূরুল হুদার প্রথম কাব্য ‘শোণিতে সমুদ্রপাত’র প্রকাশক।
মুক্তিযোদ্ধা, নিঃসন্তান ও প্রচারবিমুখ এই মানবতা-সাধক সারাজীবন শিল্প-সাহিত্য ও নান্দনিকতার মধ্যেই নিহিত ও সমর্পিত ছিলেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬৮ বছর। তিনি ১৯৪৮ সালের ২৫ এপ্রিল ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অন্ধ আয়োজন, যুদ্ধে যাব পিতা, শেষ পারানির কড়ি প্রভৃতি। তিনি সূচীপত্র ও কালপুরুষ নামে দু’টি ছোটকাগজ সম্পাদনা করতেন।