‘বঙ্গ বাহাদুরের’ ডাকে আতঙ্কিত জনগণ, দ্রুত সরিয়ে নেওয়ার দাবি
জামালপুর: ‘বঙ্গ বাহাদুর’ (হাতি) ডাকে প্রকম্পিত জামালপুরের কামারাবাদ ইউনিয়ন। হাতির ডাকে আতঙ্কে রয়েছে পুরো ইউনিয়নবাসী।
এরই মধ্যে তিনবার শিকল ছিঁড়ে মুক্ত হতে চেষ্টা করেছে হাতিটি। এজন্য হাতিটি দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় জনগণ।
এ ইউনিয়নের কয়ড়া গ্রামের বাসিন্দা সোহেল রানা বাংলানিউজকে জানান, উদ্ধারের তিনদিন অতিবাহিত হলেও বঙ্গ বাহাদুরকে স্থানান্তরের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বঙ্গ বাহাদুর যতদিন এলাকায় থাকবে ততদিন এলাকার মানুষ আতঙ্কে থাকবে। দ্রুত বঙ্গ বাহাদুরকে স্থানান্তর করা দরকার।
হাতি উদ্ধারকারী দলের সঙ্গে থাকা গোবিন্দ রায় বাংলানিউজকে জানান, বঙ্গ বাহাদুরকে এই মুহূর্তে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে তিনটি পোষা হাতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাতিগুলো এলে তাদের সঙ্গে বঙ্গ বাহাদুরকে নিয়ে যাওয়া হবে।
চলিত বছরের ২৮ জুন ভারতের আসাম থেকে হাতিটি বাংলাদেশে প্রবেশ করে। বঙ্গ বাহাদুরকে উদ্ধার করতে ভারতীয় তিন সদস্যের হাতি উদ্ধারকারী দল এসে উদ্ধার করতে না পেরে ফিরে গেছে। পরে ১১ আগস্ট বঙ্গ বাহাদুরকে অচেতন করার পর উদ্ধার করা হয়। বর্তমানে বঙ্গ বাহাদুর সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের শাহা আলমের বাড়ির আম গাছের কাছে শিকল দিয়ে বাঁধা রয়েছে।