শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
0
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সাজু মিয়া (৩২) নামে বিদ্যু স্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মধ্য লঙ্গরপাড়া গ্রামে ঐ ঘটনা ঘটে। মৃত সাজু মিয়া একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় এক কৃষকের বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের সংযোগ মেরামত করতে যায় সাজু মিয়া। মেরামতের এক পর্যায়ে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।