শ্রীবরদীতে পুলিশ কনষ্টেবলকে রাজকীয় বিদায় দিলেন ওসি কাইয়ুম
শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি : ৪০ বছর পুলিশ কনষ্টেবল হিসেবে চাকুরি করেছেন মো. খোশ মাহমুদ। চাকুরি জীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন শেরপুর জেলার শ্রীবরদী থানার ওই বিদায়ী পুলিশ সদস্য। পুলিশ সদস্য মো. খোশ মাহমুদকে সংবর্ধনা দিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীসহ তার সহকমর্ীরা। ১ আগস্ট বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এ সময় শ্রীবরদী থানার পক্ষ থেকে ফুল ও বেলুন দিয়ে সাজানো হয় পুলিশের গাড়ি। ফুল ও বেলুন দিয়ে সাজানো গাড়িটিতে বিদায় কমষ্টেবল খোশ মাহমুদকে তুলে দেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ও অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল লতিফ মিয়া। ফুল সজ্জিত গাড়িটির সামনে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিদায় কনস্টেবল খোশ. মাহমুদকে তার নিজ বাড়ী তাতিহাটী এলাকায় পৌছে দেয়া হয়।
ওসির এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায়ী কনষ্টেবল মো. খোশ মাহমুদ বলেন, সাধারণত কনষ্টেবলদের বিদায়ে কোন অনুষ্ঠান করা হয় না। ওসি স্যার আজ আমাকে যে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন তা আমার চিরদিন মনে থাকবে। এ সময় তিনি আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, একজন সহকমর্ীকে ব্যতিক্রমীভাবে বিদায় দিতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙ্গিয়ে তুলতে চেষ্টা করেছি। আজকের স্মৃতিটুকু তার বাকী জীবনে চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে।