শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
0
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে হোসাইন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ জুলাই দুপুরে উপজেলার তাতিহাটী পুটল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হোসাইন তাতিহাটী পুটল গ্রামের আঃ রশিদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলা করতে থাকে শিশু হোসাইন। হোসাইনের মা সুমিতা আক্তার রান্নার কাজে ব্যস্ত থাকেন। হঠাৎ হোসাইনকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে তাদের বাড়ির পাশেই জৈনক শাহজাহানের পুকুরের পানিতে ভাসতে দেখে হোসাইনকে। এ সময় বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহতের চাচা মোঃ মঞ্জু মিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।