শ্রীবরদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সগুনা গ্রামের জহুরুল হকের ছেলে সাকিব আল হাসান সাকিবের মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে।
মৎস্য চাষী সাকিব আল হাসান জানান, আমি ৮৫শতাংশ জমিতে কার্প জাতীয় মাছের প্রজেক্ট করেছি। কে বা কাহারা মঙ্গলবার দিবাগত রাতে আমার ৪০শতাংশের একটি পুকুরে বিষ প্রয়োগ করে। বুধবার সকালে প্রজেক্টে গিয়ে দেখি মাছ মরে ভেসে আছে। এতে আমার প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।কাকিলাকুড়া সওদাগর বাড়ি গ্রামের
শহিদুল্লাহ পিতা সেকান্দর আলী ও সগুনা গ্রামের রিয়াজুলের ছেলে ইউনুস আলী বলেন, যারা সাকিবের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে, তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার। আমরা বিচার চাই।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।