শেরপুরে নেশাগ্রস্ত ৩ মোটর সাইকেল আরোহী গ্রেফতার
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা সদরে মদ্যপ অবস্থায় রেজিস্ট্রেশন,সাইলেন্সারবিহীন মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে চালানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার
(২৫ জুন)দিবাগত রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শামীম চৌধুরীর ছেলে আনজুম চৌধুরী আবিদ (১৭),পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে তানজিরুল ইসলাম সাদী (১৭) ও ঝিনাইগাতী উপজেলার জগৎপুর এলাকার হারু চন্দ্র দে’ র ছেলে উদয় দে (১৬)।
বুধবার জেলা পুলিশের ফেসবুক পেইজের এক বিজ্ঞপ্তি জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে শেরপুর সদর থানার বিভিন্ন এলাকায় থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপযোগে বখাটে উৎপাত প্রতিরোধ,কিশোর অপরাধ নিয়ন্ত্রনসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলকায় মহড়া পরিচালনাকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার এলাকার পাঁকা রাস্তার উপর থেকে সাইলেন্সার বিহীন দুইটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে চালানোর অপরাধে তিন কিশোরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে শরীর ও মুখ থেকে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। গ্রেফতারকৃত আনজুম চৌধুরী আবিদ ও উদয় দে চালিত রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করে গ্রেফতারকৃতদের জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে পরীক্ষা-নিরিক্ষায় প্রত্যেকেই মদ পান করেছে বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম সত্যতা নিশ্চিত করে জানান, “বখাটে ও মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।