ঝিনাইগাতীতে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু
রফিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলি গ্রামে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে ।২১ জুন শুক্রবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার কান্দুলি গ্রামে গজারমারী বিলে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন (২১) মিল্টন এবং একই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ আমান (১৭)। মোশারফ হোসেন রংপুর মেডিকেল কলেজে তৃতীয়বর্ষে অধ্যয়নরত।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে বেলা ২.৩০ মিনিটের দিকে মোশারফ হোসেন,আমানুল্লাহ আমানসহ ৮ বন্ধু মিলে নৌকা ভাড়া করে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। নলাডুবায় হটাৎ ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায় । তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে তাদের উদ্ধার করতে । ততক্ষণে মেডিকেল শিক্ষার্থী মিল্টন মারা যায়। অন্যান্যদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আমানুল্লাহ’র মৃত্যু হয় । অসুস্থ তিন জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।