শেরপুরে শাহাজামাল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
0
মোঃ নমশের আলম, শেরপুর : শেরপুর জেলার সদর থানার চান্দেরনগর গেরামারা এলাকার চাঞ্চল্যকর শাহাজামাল হত্যা মামলার প্রধান আসামী মোঃ মিয়ার উদ্দিন (৪০) কে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার চান্দামিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
মিয়ার উদ্দিন শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গেরামারা গ্রামের মোঃ মুন্তা ফারাজীর ছেলে।আটককৃত মিয়ার উদ্দিনকে শেরপুর সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার র্যাব-১৪ এর দেয়া এক প্রেস রিলিজে জানানো হয়েছে যে, ২৩ অক্টোবর ০১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার চান্দামিয়া এলাকা থেকে মিয়ার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, বাদী ও বিবাদী পরস্পর আত্মীয় স্বজন ও পাশাপাশি বাড়ীতে বসবাস করেন। তাদের মধ্যে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দুই সপ্তাহ আগে বাদী বাড়ীর সীমানায় কয়েকটি সুপারী গাছের চারা রোপন করতে গেলে আসামিদের সাথে সামান্য কথা কাটাকাটি হয়। গত ৪ জুলাই ২০২৩ শাহাজামাল তার একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির সামনে নিয়ে গেলে আসামিরা অতর্কিতে তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। এতে গুরুতর আহত শাহাজামালকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।