শেরপুরে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
0
শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন শেরপুর এর উদ্যোগে আজ ২০ অক্টোবর বাদ জুমা শেরপুর সদর উপজেলার চাপাতলীস্থ মডেল মসজিদে জুমার নামাজ শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক। হুইপ তার বক্তব্যে ফিলিস্তিনি মুসলিমদের উপর দখলদার ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করেন। তিনি আরও বলেন, বিএনপি ফিলিস্তিনি মুসলমানদের নিয়ে কোন কথা বলছে না। বরং যেই সব মোড়ল রাষ্ট্র ইসরায়েলকে মুসলিম নিধনে সহযোগিতা করছে তাদের তাবেদারী করছে বিএনপি। বর্বর হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে একজন বিএনপির নেতাকেও আমরা মাঠে দেখিনি। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি মুসলিমদের জন্য রাষ্ট্রিও শোক ঘোষণা করে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহবান জানিয়েছেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল্লা আল খায়রুম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।