শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
0
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার দহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরব মিয়া (৯) ওই এলাকার মোতালেব মিয়ার ছেলে। স্থানীয় একটি কেজিস্কুলে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে।
নিহতের পরিবারেরর লোকজন ও পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে নিরব প্রতিবেশি লাবলু মিয়ার বাড়িতে টিউবওয়েলের সাথে লাগানো বৈদ্যুতিক মোটরের সংযোগস্থলের রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মর্মান্তিক এ ঘটনায় কান্না থামছে না ওই শিশুর মা লিপা বেগমসহ তার পরিবারের সদস্যদের। তাদের মাঝে নেমেছে শোকের ছায়া।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে