ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২
শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গজনী অবকাশ কেন্দ্র হতে বাকাকুড়া বাজারের দিকে আসার পাকা রাস্তার উপর হতে তাদেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) এবং ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে আমীর হোসেন (৩০)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।
থানা পুুলিশসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে । এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় , পলাতক আসামীদের ১ জনের নাম রেজুয়ান (২৮) । সে শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের লোকমান হোসেনের ছেলে ।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বদল থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে ।