শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু
0
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মিজানুর রহমান (৪০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) সকালে উপজেলার ধাতুয়া দক্ষিণ পাড়া গ্রামে ঐ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান একই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বসত ঘরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যায় মিজানুর রহমান। সংযোগ দেওয়ার সময় সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের পরিবার লাশ বিনাময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।