নকলায় বার্ষিক পরীক্ষা-সামষ্টিক মূল্যায়ন’র ফলাফল প্রকাশ
নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন-২০২৩ এর ফলাফল প্রকাশের পাশাপাশি কৃতিশিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৪ ডিসেম্বর) মাদ্রাসা মিলনায়তনে সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বার্ষিক পরীক্ষা ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন-এর ফলাফল ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক মো. শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী সুপার মাওলানা মো. ফজলুল করিম, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম, সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা প্রমুখ।
আলোচনা সভা ও ফলাফল ঘোষণার পরে কৃতিশিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও মাদ্রাসায় অধ্যয়নরত সব শ্রেণীর ফলাফল প্রত্যাশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল ও মাদ্রাসার অফিস সূত্রে জানা গেছে, এবছর (২০২৩ শিক্ষাবর্ষ) বার্ষিক পরীক্ষা ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহনকারী পরীক্ষার্থী শতভাগ উত্তীর্ণ হয়েছে।