ঝিনাইগাতীতে নির্মাণাধীন রাস্তা পরিদর্শন করলেন নাইম
সাইফুল ইসলাম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে শতাধিক পরিবারের যাতায়াতে জনসাধারণের অর্থে নির্মাণাধীন রাস্তাটি পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। পরিদর্শন শেষে দুই লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি।
রবিবার বিকেলে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পশ্চিম পাশ দিয়ে ঘেঁষে নব নির্মাণাধীন রাস্তা পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের এলাকায় বসবাসকারী শতাধিক পরিবার দীর্ঘ ২৬ বছর যাতায়াতের রাস্তার জন্য দুর্ভোগে ছিলেন। রাস্তাটি নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধির ধারে ধারে ঘুরেও সমাধান পাননি এলাকাবাসী।
সম্প্রতি স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের উদ্যোগে চার দফা আলোচনা শেষে মরহুম নুরুল ইসলাম মাষ্টারের সন্তান, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান মক্কু খান,সাংবাদিক দুদু মল্লিক, বস্ত্রব্যবসায়ী নুর নবী, মরহুম আলমাছ আলী তারা জনদুর্ভোগ লাঘবে এ রাস্তাটি নির্মানের জন্য জমি দান করেন।
পরে এলাকাবাসীদের আর্থিক সহায়তায় রাস্তা নির্মাণে নেতৃত্ব দেন স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। রাস্তা নির্মাণে সহায়তা করছেন সমাজ সেবক আবুল কালাম কালা, যুবলীগ নেতা মিলন, বস্রব্যবসায়ী জাফর, সাংবাদিক দুদু মল্লিক, স্থানীয় শাহ জামাল, আলম প্রমুখ।
নির্মাণাধীন কাচা এ রাস্তাটি পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম দুই লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উমর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোঃ শাহাজ উদ্দিন সাজু,ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুদু মল্লিক, উপজেলা যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহাদত হোসেন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছামিউল হক রনি,নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান কবীর,স্থানীয় ব্যাবসায়ী আলম প্রমুখ।