ঝিনাইগাতী ক্লাব’র বার্ষিক সভা অনুষ্ঠিত
0
মুহাম্মদ আবু হেলাল,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি শনিবার দিনব্যাপী ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামিউল হক রনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সদস্য ডা. মফিদুল ইসলাম, গৌরিপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, প্রভাষক আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য জাহিদুল হক মনির প্রমুখ। সভায় গত ১ বছরের ক্লাবের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে সদস্যদের মাঝে লটারির মাধ্যমে ৭০ জন সদস্যেদের পুরস্কার প্রদান করা হয়।