শেরপুরে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিন জনের মৃত্যু
শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা এবং শেরপুর সদরে পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে । ৭ নভেম্বর সোমবার এসব মৃত্যুর ঘটনা ঘটে ।
নিহতরা হলো ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের হানিফ উদ্দিনের মেয়ে কেয়া মনি (২) । সোমবার বিকেলে বসত ঘরের সামনে কেয়ামনি খেলতেছিল । পরিবারের সদস্যরা সেসময় গৃহস্থালী কাজ নিয়ে ব্যস্ত থাকায় সকলের অলক্ষ্যে কেয়ামনি বাড়ীর পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন । ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
অপর ঘটনায় সোমবার সকালে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে হাফসা আক্তার(৪) নামে এক শিশুর মৃত্যু ঘটে। হাফসা ইলশা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে । সোমবার সকাল ১০টার দিকে হাফসা বাড়ীর সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয় । স্থানীয়রা আহত হাফসাকে উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
আরও একজন, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় খোরশেদ আলী (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে । সোমবার সকাল ৯টার দিকে খুনুয়া মোল্লাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় ওই গ্রামের ইব্রাহিমের মেয়ের সঙ্গে একই গ্রামের খলিলের ছেলে রুপ চাঁনের বিয়ে হয় এবং পরে তাদের মধ্যে ডিভোর্স হয়। এ ঘটনায় ওই দুই পরিবারের মধ্যে আদালতে মামলা চলছিল। শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।