জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমল

শেরপুরের আলো ডেস্ক :
জমি ও ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রি ফি কমিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
নতুন আদেশে বলা হয়েছে, দলিল মূল্য ১০ হাজার টাকার বেশি না হলে ১ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
এক্ষেত্রে সর্বনিম্ন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। আর দলিল মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও রেজিস্ট্রেশন ফি ১ শতাংশই দিতে হবে। আগে দলিল মূল্যের ২ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি দিতে হতো।
যেসব দলিলের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে সেগুলো হল- কবলা দলিল এবং বিক্রয় বিল, দানপত্র বা মোহরানার দলিল, বন্দোবস্ত বা নিরূপনপত্র, বণ্টননামা, ইজারা, বন্দকনামা বা পুনঃদায় সংযুক্তিকরণ পত্র, ক্ষতি নিষ্কৃতি বা জামিননামা বন্ড ব্যতীত অন্য সব ধরনের বন্ড, বন্ধকনামা হস্তান্তরপত্র, বিমাপত্র, বিল অব এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোট, কোনো বন্ড বা বন্ধকি দলিল দ্বারা নিরাপত্তা প্রদানকৃত স্বার্থসংশ্লিষ্ট স্বত্ব নিয়োগপত্র।
এছাড়া প্রাপ্তিস্বীকারপত্র বা অর্থপ্রাপ্তির রশিদপত্র, নিলাম বিক্রয়ের সার্টিফিকেট, নাদাবিনামা বা মুক্তিনামা, সুনির্দিষ্ট সম্পত্তির দাবি পরিত্যাগকৃত বণ্টননামা নির্দেশ সংবলিত সালিশনামা বা অ্যাওয়ার্ড, অছি বা ট্রাস্টঘোষণাপত্র, সম্পত্তি সংক্রান্ত বিনিময়পত্র, মূল্যের বিনিময়ে ইজারা হস্তান্তরপত্র, অংশীদারিত্ব বিলুপ্ত করে মূল্যের বিনিময়ে এক অংশীদারের শেয়ার ও স্বার্থ অন্য অংশীদারের কাছে হস্তান্তরের দলিলের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে।
যদি কোনো দলিলে অধিকার, স্বত্ব এবং স্বার্থের মূল্যের উল্লেখ না থাকে তাহলে দলিল ফি ১০০ টাকা দিতে হবে।
তথ্যসূত্র : দৈনিক যুগান্তর।
ভাল লাগলে শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Share on Skype (Opens in new window)
- Click to share on Google+ (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)