শিকড় ঝিনাইগাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
শেরপুর প্রতিনিধি : “পারস্পরিক সহযোগিতায় উঞ্চ আবেশে এসো আলোকিত হই, আলোকিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শিকড় ঝিনাইগাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০মার্চ) বিকেলে উত্তরণ পাবলিক স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন , খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ডিপ্টি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আব্দুল্লাহ হোসেন,
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, ডাঃ সাইফুল আমিন মুক্তা, ডাঃ আব্দুল করিম প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন বয়সী প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উল্লেখ্য, শিকড় ঝিনাইগাতী প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি পর্যন্ত ঝিনাইগাতীকে এগিয়ে নিতে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে
বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।