শেরপুরে ফেইসবুকে হাহা রিয়েক্ট দেওয়ায় ছুড়িকাঘাতে কলেজ ছাত্র খুন

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্ধুর ফেইসবুকে পোস্টে হা হা রিয়েক্ট দেওয়ায় বাক বিতন্ডার জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে বন্ধুকে ছুড়িকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে অপর বন্ধুর বিরুদ্ধে । ২৯ মার্চ শনিবার সকাল ১০টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাইম বাদশা (১৮) নালিতাবাড়ী উপজেলার নয়াবিল গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং নালিতাবাড়ী সরকারী নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে সবুজ আহমেদ (২০) গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকুরী করে। নিহত নাইম এবং সবুজ বাল্যকালে আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। সম্প্রতি নাইম বাদশা সবুজ আহমেদের একটি ফেইসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয়। এ নিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকিও দেয়। শনিবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর নাইমের সাথে সবুজের বাক-বিতন্ডা বাধে। একপর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুড়িকাঘাত করে। এসময় সাথে থাকা অন্যান্য বন্ধুরা ডাক চিৎকার শুরু করে এবং নাইমকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই নাইম মারা যায়। এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে আটক করে । পরে পুলিশ আসলে তারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে ।
নালিতাবাড়ী৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।