শেরপুরে বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতির মৃত্যু ,আটক ১

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া গ্রামে বৈদ্যুতিক ফাঁদে এক বন্য হাতি হত্যার অভিযোগ উঠেছে । ২০ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুটিলা পর্যটন কেন্দ্রের কাছে উপজেলার সমশ্চূড়া গ্রামে হাতিটির মৃত্যু হয়েছে ।
বনবিভাগ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে দীর্ঘদিন যাবৎ বন্যহাতি অবস্থান করছে । ফসলের মৌসুমে বন্যহাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে এসে কৃষকের ফসল খেয়ে সাবার করে এবং গাছপালা, বাড়িঘর ভেঙেচুরে চুরমার করে ফেলে। লোকজন আগুন জ্বালিয়ে, শব্দ করে, মশাল জ্বেলে লাঠিশুঠা দিয়ে বিভিন্নভাবে বন্যহাতি প্রতিরোধের চেষ্টা করে আসছে । এবার ধানের মৌসুমে আবারও শুরু হয়েছে বন্যহাতির তান্ডব । এরই ধারাবাহিকতায় ২০ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৪০/৫০ টি বন্যহাতির একটি দল সমশ্চূরা গ্রামের পাহাড়ি এলাকায় ধানক্ষেতে নেমে আসে খাদ্যের সন্ধানে এবং অনেক ধানক্ষেত খেয়ে সাবার করে ফেলে । জানা যায়, হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকরা জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক ফাঁদ পাতে । ওই ফাঁদে একটি বন্যহাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় । এ ঘটনায় জিয়া (৪০) নামে এক কৃষককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ ।
নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বন্য হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে । ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে ।
শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন , বন্যহাতি হত্যার ঘটনায় জিয়া নামে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।