ঝিনাইগাতী কাংশা ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল
সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী: শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন উদ্যোগে স্থানীয় বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। বিশেষ ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ,
সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব কামরুজ্জামান রুবেল,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম আহমেদ প্রমুখ।
স্থানীয়রা মনে করছেন, দীর্ঘ ১৭ বছর পর কাংশা ইউনিয়নে এটিই ছিল বড় আয়োজন। কাংশা ইউনিয়ন ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির সমর্থকরা দলে দলে অংশ নেন এই অনুষ্ঠানে। প্রায় ৩ হাজার লোকের সমাগম ছিল এই ইফতার মাহফিলে জানান আয়োজকরা। শান্তি-শৃঙ্খলা বজা রাখা ও অতিথি আপ্যায়নে সার্বিক ভাবে সু-ব্যবস্থায় নিয়োজিত ছিলেন, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি দুলাল মন্ডল, সহ সভাপতি সাইফুল মোল্লা, সাধারণ সম্পাদক নাছির আহমেদ পনির, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন।
সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল,স্থানীয় ইউপি সদস্য মুসা সরদার সহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি ও সম্পাদকবৃন্দ। এছাড়াও কাংশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক ইয়াহিয়া বাবু, যুগ্ন আহ্বায়ক বাদশা মিয়া, যুগ্ন আহ্বায়ক এনামুল হক।
কাংশা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব সারোয়ার মাস্টার প্রমুখ।