শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত-২
শেরপুরের আলো ডেস্ক : শেরপুর জেলা শহরের গৌরিপুর ও খোয়ারপাড় মহল্লাবাসীর মাঝে সেমাবার রাতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে দুই জন নিহত হয়েছে ।
সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় গৌরিপুর মহল্লার বাসিন্দা হাফেজ আজাহার আলীর ছেলে ট্রলি চালক মিজান মিয়ার (৩৫) মৃত্যু ঘটে। আহত আরও অন্তত: ২০ জনকে শেরপুর জেলা সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবক আরিফুল ইসসাম শ্রাবন (৩২) গৌরিপুর মহল্লার মিন্টু মিয়ার ছেলে । ৯ সেপ্টেম্বর সোমবার রাত ১১টার দিকে সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে আহত শ্রাবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এবং সেনাবাহিনী টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।