শেরপুরে ভটপুর আলিম মাদরাসার প্রভাষক কেএম ফারুক জেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত
শেরপুর প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ শেরপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসাবে র্নিবাচিত হয়েছেন কে. এম. ফারুক। তিনি শ্রীবরদী উপজেলার ভটপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক। জেলা উপ-কমিটি’র আহবায়ক জেলা প্রশাসক সাহেলা আক্তার ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান ও অন্যান্য সদস্যদের যাচাই বাছাইয়ে তিনি শেরপুর জেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা)’ হিসাবে র্নিবাচিত হন। প্রথমে উপজেলা থেকে তিনি প্রথম র্নিবাচিত হন এবং বিভিন্ন ক্যাটাগরির মধ্য থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে জেলায় শ্রেষ্ঠ হন ।
উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে ১৫ মে, ২০২৩ তারিখে শ্রীবরদী উপজেলা উপ-কমিটির আহবায়ক উপজেলা র্নিবাহী অফিসার ইফতেখার ইউনুস ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম এলাহী আখন্দ এবং অন্যান্য সদস্যদের তত্ত্বাবধানে যাচাই বাছাই শেষে তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসাবে নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগীতার জন্য সুপারিশপ্রাপ্ত হন।
তিনি প্রধান মন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প কর্তৃক পরিচালিত ‘শিক্ষক বাতায়ন’ অনলাইন প্লাটর্ফমের নির্বাচিত শেরপুর জেলার একজন ICT4E অ্যাম্বাসেডর শিক্ষক। এছাড়াও তিনি চলমান জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ বিস্তরণ, ২০২২ বাস্তবায়ন, ২০২৩ এ ‘মুক্তপাঠ’ অনলাইন প্লাটর্ফম-এর একজন সহায়তাকারী তালিকাভুক্ত শিক্ষক। ICT তে পারর্দশী শিক্ষক হিসাবে শেরপুর জেলাতে তার যথেষ্ট দক্ষতা ও সুনাম রয়েছে।