ঝিনাইগাতীতে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
0
শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কুচনিপাড়া গ্রামে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । ১১মে বৃহস্পতিবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে ।
নিহত স্কুল ছাত্রের নাম অন্তর মাহমুদ (১৪) । সে কুচনিপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। অন্তর শ্রীবরদী উপজেলার কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্টেনের ৯ম শ্রেণীর ছাত্র ছিল ।
নিহতের পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বজ্রবৃষ্টি শুরু হলে অন্তর তাদের বাড়ির সামনে নির্মানাধীন একটি টিনসেট হাফ বিল্ডিং এ আশ্রয় নেয় । এসময় সেখানে হটাৎ বজ্রপাত হলে অন্তর মারাত্মকভাবে আহত হয়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূইয়া বজ্রপাতে স্কুল ছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।