শেরপুর-৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ইকবালের সুধী সমাবেশ
0
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুর ৩ আসনের আ,লীগের মনোনয়ন প্রত্যাশী এইচ. এম ইকবাল হোসাইনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শনিবার দুপুরে এইচ. এম ইকবাল হোসাইনের প্রস্তাবিত নির্মাধীন হাসপাতালের ভিতরে ওই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক পারুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন তরুণ শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজ সেবক এইচ. এম ইকবাল হোসাইন,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো আজিজুল হক মাস্টার,
সমাজসেবক ইন্তাজ আলী মন্ডল, তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রুউফ, শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুজ্জামান, কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল্লাহ তালুকদার, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আঃ করিম, শ্রীবরদী পৌর কাউন্সিল মো. ফারুক আহমেদ সহ আওয়ামীলীগ, তাতিলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তরুণ এ নেতা বলেন, দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। দেশের উন্নয়নে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। আমি মনোনয়ন পেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিব।