শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে । ৬ জানুয়ারি শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে । নিহত শরিফুল আলম (২৫) দাওধারা-কাটাবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। স্থানীয়সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত বন্য হাতির দল সীমান্তে পাহাড়ি এলাকায় অবস্থান করছে। খাবারের সন্ধানে হাতিগুলো প্রায় লোকালয়ে নেমে আসে । বন্য হাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন গ্রামে মাঝে মধ্যেই বিচরণ করে এবং তাণ্ডব চালায় । শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতি দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফুল। এসময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফুলকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে । মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
ভাল লাগলে শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Share on Skype (Opens in new window)
- Click to share on Google+ (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)