ঝিনাইগাতীতে শাহ সেকান্দর আলী (রহ.) এর ২য় বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতীতে আশেকে মুর্শিদ খাদেম মুর্শিদপুর পাক দরবার শরীফ শাহ সেকান্দর আলী (রহঃ) এর ২য় বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের পিতা শাহ সেকান্দর আলী (রহ) এর ভক্তবৃন্দের সহযোগিতায় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামে শাহ সেকান্দর আলী (রহঃ) এর পাক দরবার শরীফ প্রাঙ্গণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দরুদ পাঠ, মিলাদ ও কিয়ামের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুর্শিদপুর পাক দরবার শরীফের প্রধান খাদেম আলহাজ আবুল বাশার, হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ,খতিব মাওলানা গোলাম কাদের কিবরিয়া, মাওলানা নুরুল ইসলাম ফারুকী, হাফেজ মাওলানা ফয়সাল আহমেদসহ চার তরীকার বিভিন্ন ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। বুধবার সকালে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মধ্যদিয়ে পবিত্র ফাতেহা শরীফ অনুষ্ঠান শেষ হয় ।