শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

শেরপুরের আলো ডেস্ক : শেরপুরের সীমান্তে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে । ২ আগস্ট মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মায়াঘাসি পাহাড় থেকে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কৃষক ছমেদ আলী (৬০) উপজেলার মায়াঘাসি এলাকার মৃত অসীমউদ্দিনের ছেলে ।
বন বিভাগ ও নিহতের পরিবারসূত্রে জানা যায়, ছমেদ আলী দুপুরে সীমান্তবর্তীর মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর ঘাস কাটতে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত ১০ টার দিকে ওই পাহাড়ের চূড়া থেকে ছমেদ আলীর থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায় গত কয়েক দিন ধরে খাবারের সন্ধানে বন্য হাতির একটি দল লোকালয়ে নেমে আসছে ।
ওই দিন দুপুরেও পাহাড় থেকে বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে এসেছিল বলে জানায় এলাকাবাসী ।
ধারণা করা হচ্ছে ওই পাহাড়ে ঘাস কাটার সময় বন্য হাতির একটি দল ছমেদ আলীর ওপর আক্রমণ করে তাকে হত্যা করে ।
নালিতবাড়ীর মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হাতির আক্রমণে মারা যাওয়া ব্যক্তি নালিতাবাড়ির মায়াঘাসি এলাকার বাসিন্দা ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ভাল লাগলে শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Share on Skype (Opens in new window)
- Click to share on Google+ (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)