শ্রীবরদী ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষে যৌথসভা অনুষ্ঠিত
0
শ্রীবরদী,শেরপুর, প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে আশ্রয়ন – প্রকল্পের আওতায় লক্ষ্যার্জিত উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে । ২৯ জুন বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুকতাদিরুল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো, আব্দুর রউফ মিয়া, রানীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, বীর মুক্তি যোদ্ধা আব্দুল্রাহ ছালেহ,আমিনুল ইসলাম প্রমূখ। যৌথ সভায় বক্তারা আশ্রয়ণ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।