ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ । শেরপুরের আলো
0
সাইফুল ইসলাম : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন । ২৭ জুন সোমবার সংগঠনের কেন্দ্রীয় পরিষদ ও শেরপুর জেলা শাখার উদ্যোগে ঝিনাইগাতী সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে শেরপুর বিআরএসএ এর সভাপতি ও জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন এর পরিচালনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭০ জন ব্যাক্তির মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার সাব রেজিস্ট্রার মো. আবুল কাশেম, ঝিনাইগাতী উপজেলা সাব রেজিস্ট্রার মো. হজরত আলী, সাব রেজিস্ট্রি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, দলীল লেখকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।