শেরপুরে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যা । ঘাতক গ্রেফতার
রফিকুল ইসলাম, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার পুটল গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মিন্টু মিয়া নামে এক ব্যক্তি তার স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতরা হলেন তার স্ত্রী মনিরা বেগম (৩৩), শাশুড়ি শেফালী বেগম (৫২) ও জেঠা শ্বশুর মোঃ মাহমুদ (৬৫)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন জন। তারা হলো আহাদ আলীর স্ত্রী বাচ্চুনি বেগম (৫০), জয়নাল আবেদীনের ছেলে মনু মিয়া (৬৫) ও মনু মিয়ার ছেলে শাহাদাত হোসেন (৪০)।
নৃশংস হত্যার ঘটনায় অভিযুক্ত মিন্টু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুন) ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মনিরা বেগম ও মিন্টু মিয়ার মধ্যে বেশ কিছু দিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। বৃহস্পতিবার মিন্টু মিয়া বোরকা পড়ে মহিলার ছদ্মবেশে পুটলি গ্রামে শ্বশুর বাড়িতে প্রবেশ করে। এরপর স্ত্রী মনিরাকে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে তার শাশুড়ি ও অন্যরা এগিয়ে আসলে মিন্টু তাদের সবার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই মনিয়া ও হাসপাতালে নেওয়ার পথে শেফালী বেগম ও মাহমুদ মারা যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শেফালী বেগম ও মাহমুদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীবরদী উপজেলার পার্শ্ববর্তী গেরামারা গ্রামের হাই উদ্দিনের ছেলে মিন্টু মিয়ার সঙ্গে একই উপজেলার পুটল গ্রামের মনু মিয়ার মেয়ে মনিরার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।