ঝিনাইগাতীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত । শেরপুরের আলো
নিজস্ব প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের আয়োজনে স্থানীয় ধানশাইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলাটি উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: নুরুন্নবী। খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। সব রাউন্ড পেরিয়ে বালক ও বালিকাসহ চার’টি দল ফাইনাল রাউন্ডে যায়।
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিলাসপুর ও কান্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে ১/০ গোলে বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ধানশাইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কোচনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। এতে ৪/১ গোলে কোচনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ধানশাইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী হয়।
ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ বিল্লাল হুসাইন, ধানশাইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, উত্তর দাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বাগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কান্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা বেগম প্রমুখ ।