শ্রীবরদীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি বন্ধ ও শিক্ষকদের বেতন ভাতার দাবিতে মানববন্ধন
শ্রীবরদী, শেরপুর, প্রতিনিধি:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কতর্ৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ছাত্র-ছাত্রীদের চলমান উপবৃত্তি বহাল রাখাসহ আট দফ দাবিতে স্বতস্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ০৫ জুন রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সংলগ্নে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে মাওঃ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বতস্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের শ্রীবরদী উপজেলা শাখার আহবায়ক মাওঃ মোঃ অব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক মোঃ সোলায়মান, রফিকুল, শাহজাহন, ফয়জুর, সাইফুল ইসলাম, সাইফুল, রাজিফা, লাকী, শফিক, জুবায়ের,শফিকুল, ছয়েদুর রহমান, নজরুল ইসলাম, আবু তালেব, পারভিন প্রমুখ। মানববন্ধনে শিক্ষকদের আটদফা দাবীগুলো হলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্রী ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণ, স্বতন্ত্রী ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ, স্বতন্ত্রী ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতি স্থাগিতাদেশ প্রত্যাহার করণ, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্রী ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের অন্তুর্ভুক্ত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথর্ীদের ন্যায় স্বতন্ত্রী ইবতেদায়ী মাদরাসা শিক্ষাথর্ীদের উপবৃত্তির ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্রী ইবতেদায়ী মাদরাসায় ০১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি করণ, স্বতন্ত্রী ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণীর সমাপনীর পরীক্ষার অটোপাশের প্রাজ্ঞাপন জারী করণ। বক্তারা বলেন, তাদের দাবী মেনে না নিলে পরবতর্ীতে কঠোর আন্দোলন করা হবে।