শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে ফাইজার টিকার উদ্বোধন
শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদীতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে করোনার ভ্যাকসিন ফাইজার টিকা দেয়া শুরু হয়েছে। ০৯ জানুয়ারি রোববার সকালে শ্রীবরদী এ পিপি আই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে টিকার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন, শ্রীবরদী এ পিপি আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ। ফাইজার টিকা দেয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের প্রয়োজন হয়। যার ফলে শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ একটি এসি প্রদান করেন। প্রথমবারের মত এ উপজেলায় ১ হাজার ১ শত ৭০ ডোজ ফাইজার টিকা নিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। ১২-১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীদের সরকারি নির্দেশনা মোতাবেক দ্রুত টিকার আওতায় আনা হবে।