কানাডাস্থ প্রবাসীদের সংগঠন ভিএজিবি’র উদ্যোগে ১৫ আগষ্ট পালিত

মোঃ নমশের আলম, শেরপুর : কানাডাস্থ প্রবাসীদের সংগঠন ভিএজিবি’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কানাডার মন্ট্রিয়েল থেকে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএজিবি এর সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশ থেকে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠজন ও সাবেক মন্ত্রী জননেতা শেখ শহীদুল ইসলাম।
বিশেষ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ও ডালু সাব-সেক্টর কম্যান্ডার ডাঃ আব্দুল্যাহ আল মাহমুদ বীর প্রতিক, বিশিষ্ট রাজনীতিক ও জামালপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ বাকী বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কম্যান্ডার মোঃ নুরুল ইসলাম হিরো, সাংবাদিক ও কৃষক নেতা মোঃ নমশের আলম।
মন্ট্রিয়ল ও অটোয়া থেকে সভায় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক বিশিষ্ট লেখক-গবেষক তাজুল মোহাম্মদ, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডঃ সৈয়দ জাহিদ হোসেন,
বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রাবন্ধিক ডঃ তরুণ চক্রবর্তী, বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ও নিবন্ধকার ডঃ শোয়েব সাঈদ, হামোম প্রনোদ সিনহা, বীর মুক্তিযোদ্ধা দিলীপ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন খান,
মাহমুদুল হাসান, আনোয়ার হোসেন চৌধুরী, মাসুম আনাম, অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, আশরাফুল কবির নাহিদা আকতার, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
এছাড়াও অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোহাম্মদ আশরাফী এবং কাতারের দোহা থেকে যুক্ত হন ভিএজি,বি সদস্য ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার দাস। বাংলাদেশ থেকে ভিএজি,বি সদস্য শাহ আব্দুল বাতেন ও মোঃ নাসির উদ্দিন প্রমুখও আলোচনায় যুক্ত হন। সভার শুরুতে ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
ভাল লাগলে শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Share on Skype (Opens in new window)
- Click to share on Google+ (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)