শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি
স্টাফ রিপোর্টারঃ শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে ২০১৮-১৯ অর্থবছরের আবেদনকৃত গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির হোসেন খোকন। ওইসময় জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, আব্দুল হান্নান মোল্লা, মোহাম্মদ জাকারিয়া, বিল্লাল হোসেন চৌধুরী, আব্দুল খালেক ও কফিল উদ্দিন, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানসহ অভিভাবক-অভিভাবিকাগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন ২০১৮-১৯ অর্থবছরের আওতায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি নগদ সাড়ে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৯৯ হাজার ৫শ টাকা বিতরণ করা হয়।