শ্রীবরদীতে অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শ্রীবরদীতে অবৈধ জালাল উদ্দিন ব্রিকস বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ০৭ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ই্উনিয়নের কিয়ামতলী বাজারে এলাকাবাসী ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমতি ছাড়াই উর্বর কৃষি তিন ফসলি জমি, আবাসিক এলাকা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে জালাল উদ্দিন ব্রিকস স্থাপন করা হয়। ভাটাটি স্থাপনের সময় অভিযোগ করা হলেও বন্ধ হয়নি ভাটার কার্যক্রম। সম্প্রতি অবৈধ ইটভাটাটি বন্ধের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু কোন কাজে আসছে না। মানববন্ধনে মতিউর রহমান, আইয়ুব আলী মেম্বার বলেন, ইটভাটাটির কারণে আমাদের এলাকার ফসল, রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। এছাড়াও ফল গাছে কোন ফল আসতেছে না। আমরা দ্রæত এ অবৈধ ইটভাটাটি বন্ধের দাবী জানাই। এ ব্যাপারে জালাল উদ্দিন ব্রিকসের মালিক আলহাজ্ব মো: জালাল উদ্দিন সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।