জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ
0

সারাদেশ ডেস্ক :
প্রতিটি প্রজন্মের মধ্যেই দেখা যায় কোনো না কোনো সামাজিক পরিবর্তনের জন্যে বিপ্লব হয়; আন্দোলন হয়। আর তাতে নেতৃত্ব দেয় তরুন সমাজ। জলবায়ু সুরক্ষার দাবিতে রাজধানী ও বরিশালসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করেছে তরুণরা । এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে চলমান এশিয়া ক্লাইমেট র্যালির অংশ হিসেবে সোমবার (২৮শে নভেম্বর) দুপুর ১২ টা থেকে ১ টা অবধি রাজধানীর উত্তর বাড্ডা হোসেন মার্কেটে পদযাত্রা ও মানববন্ধন করেছে স্থানীয় যুব ও কিশোর-কিশোরিরা। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ঢাকা ইউনিটের সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ৩০ জন তরুন পরিবেশ ও জলবায়ু কর্মীরা একযোগে এই কর্মসূচীতে অংশগ্রহন করেন। রাজধানী সহ সারা দেশে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের নীতিনির্ধারণী মহল, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে গুরুত্ব দেবার জন্যই জলবায়ু যোদ্ধাদের এই আয়োজন।
অন্যদিকে বরিশাল, নরসিংদি, খুলনা, সাতক্ষীরা ও নোয়াখালীতেও তরুণরা বিক্ষোভে অংশ নেয়। বাকেরগঞ্জের কেন্দ্র বাসস্টান্ড থেকে র্যালিটি শুরু করে এটি পৌরসভার বিভিন্ন স্থান থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে শেষ করে। অনুষ্ঠানে ইয়ুথ ফোরাম ফর সোশাল জাস্টিস এর কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার ফাহিম বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এর প্রভাবে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ, সুধু তাই নয় বাংলাদেশ এর একটি উপকূলী অঞ্চল হলো বরিশালের বাকেরগঞ্জ। জলবায়ু পরিবর্তন এর প্রভাবে ক্ষতিগস্ত হচ্ছে যুবসহ শিশুরা। এই প্রভাব সুধু আমাদের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। সকলকে সচেতন হতে হবে। সকলের সচেতনতাই পারে জলবায়ু পরিবর্তন এর প্রভাব থেকে রক্ষা করতে। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্তদের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় এবং সামগ্রিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
ভাল লাগলে শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Share on Skype (Opens in new window)
- Click to share on Google+ (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)