করোনায়ও নালিশের রাজনীতি করছে বিএনপি—ওবায়দুল কাদের
জাতীয় ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের এই বিপর্যয়ের মধ্যেও বিএনপি পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে।করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে, কী গোপন করছে তা বলছে না।
রবিবার (২৬ এপ্রিল) তার সরকারি বাসভবনে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর। চলমান সংকট মোকাবিলায় সরকার দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে, যা বিএনপির গাত্রদাহের কারণ।
তিনি বলেন, আমি আশা করছি এই দুর্যোগে বিএনপি ইতিবাচক রাজনীতি করবে। সময় আছে গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।
তিনি আরো বলেন, রমজান মাসেও যারা যেসকল মুনাফাখোর, মজুদার বাজার অস্থিতিশীল করতে চায় সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবেন।
তথ্যসূত্র : দৈনিক ভোরের কাগজ ।
ভাল লাগলে শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Share on Skype (Opens in new window)
- Click to share on Google+ (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)