ঝিনাইগাতীতে পাখি শিকারের অপরাধে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে পাখি শিকারের অপরাধে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে পাখি শিকারের সরঞ্জাম ধ্বংস ও ধৃত পাখিগুলোকে খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।
১২ মার্চ বুধবার বিকালে জেলার ঝিনাইগাতী উপজেলার বনকালি গ্রামে এ ঘটনা ঘটে। জরিমানা করা পাখি শিকারি লেমন মিয়া ঝিনাইগাতীর দীঘিরপাড় এলাকার মৃত চান মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আশরাফুল আলম রাসেল।
জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বনকালি গ্রামে লেমন মিয়া নামে একজন পাখি শিকারী বেশ কয়েকদিন ধরে জাল দিয়ে বিভিন্ন ধরনের পাখি শিকার করে আসছিলেন। বুধবারও তিনি পাখি শিকার করতে থাকায় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে জাল ও ছয়টি তিলা ঘুঘুসহ তাকে আটক করে। পাখি শিকারের দায়ে তাকে (লেমন মিয়া) বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬ ধারা ও ৩৮(১) ধারা লঙ্ঘন করায় তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় উদ্ধারকৃত পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয় এবং পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়।