শেরপুরে বাজার মনিটরিং : অবৈধ সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
শেরপুর প্রতিনিধি: শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে বিএসটিআই ময়মনসিংহ অফিসের তথ্যানুসারে ১২ মার্চ বুধবার দুপুরে শহরের গৌরিপুর এলাকায় একটি অবৈধ লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতে মেসার্স সূর্য্য কুমার দত্ত সেমাই কারখানার বিএসটিআই লাইসেন্স না থাকা এবং কারখানার অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ উপাদান ও উপকরণ ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়। বিএসটিআই ্আইন২০১৮-এর ১৫ (১) ধারা লঙ্ঘনের অভিযোগে এ দন্ড প্রদান করা হয়। সেইসাথে ৭ দিনের মধ্যে বিএসটিআই লাইসেন্স গ্রহণ সহ কারখানার পরিবেশ উন্নয়নের নির্দেশনা প্রদান করা হয়। তা না হলে কাখানাটি বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। তাৎক্ষনিক কারখানা মালিক অরূন কুমার দত্ত নগদ ৫০ হাজার জরিমানার অর্থ প্রদান করে সাজার দÐ এড়ান।
বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জি,এম,এ, মুনীব। এসময় প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই ময়মনসিংহ কার্যালয়ের ফিল্ড অফিসার সিকদার মাহমুদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিবুল ইসলাম। বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা।