ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সন্মাননা প্রদান
0
শেরপুর প্রতিনিধি: আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠন কর্তৃক আয়োজিত ” কীর্তিমান বাবা সন্মাননা ২০২৪ ” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির লি: এর হল রুমে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠন উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৭ জন কীর্তিমান বাবাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করে। এই সংগঠনটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান, যা ঝিনাইগাতীর কল্যাণ ও উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিদের সমাজে অবদানের জন্য বিশেষভাবে প্রশংসা করা হয়, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানো হয় ।