ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে হারভেস্টপ্লাস বাংলাদেশ অর্থায়নে ধান বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের কৃষকদের মাঝে জিংক ধান ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৮৪ এর বীজ বিতরণ করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে হারভেস্টপ্লাস বাংলাদেশ অর্থায়নে বাংলাদেশ ইনিসিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গর্ভনেন্স (BleNGS) প্রজেক্ট এসব ধান বীজ বিতরণের আয়োজন করেন।
৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মজনু মিয়ার সভাপতিত্বে এবং হারভেস্টপ্লাস প্রজেক্ট অফিসার মানিক দেবনাথ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, হারভেস্টপ্লাস প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা কৃষিবিধ মোঃ হাবিবুর রহমান খাঁন, নলকুড়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আশরাফুল আলম পলাশ প্রমুখ। উল্লেখ্য, আলোচনা শেষে নলকুড়া ইউনিয়নের ২ শ’ কৃষকদের মাঝে জিংক ধান ব্রি ধান৭৪ ও ব্রি ধান৮৪ জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।