শ্রীবরদীতে বিনামূল্যে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শ্রীবরদী(শেপুর) প্রতিনিধি:
শ্রীবরদীতে বিনামূল্যে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২১ ফেব্রæয়ারী রবিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থা এবং স্বপ্ন ছোঁয়া সংগঠনের আয়োজনে উপজেলার রাণীশিমূল বাজারে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক তাঁরা’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মো: আজগর আলী । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শ্রী যুষ্ঠিটি চন্দ্র বর্মন, সমাজ সেবক মো: আলামিন ইসলাম, শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার সভাপতি সুলতান মাহমুদ সুমন, সম্পাদক মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ সোহাগ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, যুন্ম সাধারণ সম্পাদক রিয়াদ হাসান রাব্বি, রাণীশিমূল স্বপ্ন ছোয়া সংগঠনের সভাপতি ফজলুল করিমসহ স্বপ্ন ছোয়ার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৪০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও বিনামুলে বøাড ক্যাম্পিং করা হয়।