ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক :
শেরপুরের ঝিনাইগাতীতে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাঈম,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন,ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান।
এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ বাজানো হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ,কৃষকলীগ,যুবলীগ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন,উপজেলা মানবাধিকার সংস্থা,উপজেলা ছাত্রলীগ,উপজেলা তাতিলীগ,উপজেলা জাসদ,ঝিনাইগাতী ক্ষুদ্র ও বনিক সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন অঙ্গসংগঠন থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ১ মিনিট নিরবতা পালন ও দোয়ার মধ্যদিয়ে শহীদদের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় এক আলোচনা সভার আয়োজন করা হয় ।