ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে নৌকার মাঝি হতে চান বকুল চন্দ্র কোচ
নিজস্ব প্রতিবেদক :
আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সৈনিক শ্রী বকুল চন্দ্র কোচ। তিনি নির্বাচিত হলে সামাজিক উন্নয়ন, নাগরিক সেবা, জনগণের অধিকার নিশ্চিতকরণ, ডিজিটাল ইউনিয়ন গড়াসহ নানা উন্নয়নের কথা জানান এ সমাজ সেবক।
বকুল চন্দ্র কোচ ১ জুন ১৯৭০ সালে উপজেলার ১ নং কাংশা ইউনিয়নের গান্দিগাও গ্রামের সাবেক মেম্বার প্রয়াত গগন কোঁচ এর ঘরে তিনি জন্মগ্রহন করেন। ছাত্র জীবনে তিনি আওয়ামী লীগ কর্মী ছিলেন। ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইগাতী উপজেলা শাখা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব পেয়ে দলকে সু-গঠিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি কাংশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে কাজ করছেন ।
করোনা ভাইরাস কোভিট-১৯ প্রাদূর্ভাব ছড়িয়ে পড়লে সরকারিভাবে এই ইউনিয়নের লোকজনদের নিরাপদ রাখতে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কারো যাতে না খেয়ে না থাকতে হয় সে লক্ষ্যে সরকারীভাবে বিপুল পরিমান খাদ্যসামগ্রী গরিব,অসহায়,হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি এসব উপকরণ নিজস্ব অর্থায়নে লোকজনদের বাড়িবাড়ি সাধ্যমত তিনি পৌঁছে দেন। সীমান্তবর্তী পাহাড়ি জনগোষ্ঠীর কাংশা ইউনিয়নের শিক্ষার মান আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে,পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সহযোগীতার পাশাপাশি এসব গরিব,অসহায় ও হতদরিদ্রদের চিকিৎসা সেবা আর শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করাসহ সামাজিক এসব সেবামূলক কাজ দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছেন ।
তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছে।মহান স্বাধীনতার স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম এ রাষ্ট্র গঠিত হয়েছে বলেই বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দলের কাজ করে যাচ্ছি। দলের দুঃসময়য়ে পাশে ছিলাম এখনও আছি তবে রাজনৈতিক ভূমিকা আর জনসমর্থন বিবেচনার দিক দিয়ে এ ইউনিয়ন থেকে নৌকা মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী।