ঝিনাইগাতীতে সাড়ে ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২০২০/২১ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধান হাইব্রিড জাতের বীজ ব্যাবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য সাড়ে ৬ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।৩০ নভেম্বর সোমবার ঝিনাইগাতী উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে এসব ধান বীজ বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত করা হয়। এসময় কৃষকরা ভোটার আইডি কার্ডের ১’টি ফটোকপি,ষ্ট্যাম্প সাইজ ২টি ফটো ও মোবাইল নম্বর সাথে এনে তারা সমবেত হয় ঝিনাইগাতীসদর,ধানশাইল,নলকুড়া,কাংশা,হাতিবান্দা,মালিঝিকান্দা ও গৌরিপুর এসব ইউনিয়নে দায়িত্বে থাকা কৃষি উপ সহকারী কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে কাগজপত্র জমা নিয়ে একটি টোকেন দেয়া হয়। সেই টোকেনের মাধ্যমে কৃষকরা বিনামূল্য হাইব্রিড জাতের ধান বীজ উত্তোলন করে ওই সময় সন্তুষ্ট হয়ে কৃষিবান্ধব সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ ২ ডিসেম্বর বুধবার হাইব্রিড জাতের এসব ধান বীজ বিতরণ কার্যক্রম উপজেলা পরিষদ চত্বরে ৩য় দিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির জানান,রবি মৌসুমে বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান কৃষিবান্ধব সরকার হাইব্রিড জাতের উন্নত মানের ধান বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় এ উপজেলার ৭ টি ইউনিয়নে ৬হাজার ৫শ জন কৃষকদের জনপ্রতি ২ কেজি করে উন্নতমানের হাইব্রিড ধান বীজ বিনামূল্য দেয়া হচ্ছে। তিনি আরও বলেন প্রত্যক কৃষক দুই কেজি বীজ দিয়ে এক বিঘা জমি আবাদ করতে পারবে। এতে উৎপাদন বৃদ্ধি হবে পাশাপাশি কৃষকরা লাভবান হবে বলেও তিনি জানান।